এবার ১৫৫ সিসির তুমুল জনপ্রিয় Yamaha MT-15 ভারতীয় সংস্করণ মোটর সাইকেলে যুক্ত হতে যাচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি। যা ভারতীয় সংস্করণ ইয়ামাহা আর১৫ ভার্সন ৪, আর ১৫ এম, এফজেড এক্স ১৫০তে রয়েছে।
ভারতীয় বিভিন্ন ওয়েব সাইটে বলা হচ্ছে- Yamaha MT-15 ভারতীয় সংস্করণ মোটর সাইকেলে ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত হবার সাথে সাথে দামও বাড়বে। ধারণা করা হচ্ছে- ভারতের বাজারে তিন থেকে পাঁচ হাজার টাকা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে- খুব সম্ভবত আর১৫ ভি৪ এর মিটার কনসোল ব্যবহার করা হবে এমটি ১৫ এ।
অন্যদিকে, Yamaha MT-15 ভারতীয় সংস্করণ মোটর সাইকেলে টেলিস্কোপিক সানপেনশন এর পরিবর্তে ইউএসডি সাসপেনশনও দেখা যেতে পারে বলে ভারতীয় বিভিন্ন ওয়েব সাইট জানায়। তাছাড়া সিঙ্গেল চ্যানেল এবিএসের পরিবর্তে ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত হতে পারে।
বর্তমানে বাংলাদেশে ইয়ামাহা এমটি ১৫ মোটর সাইকেলের চারটি সংস্করণ পাওয়া যাচ্ছে। এসব হচ্ছে- ভারতীয় সংস্করণের এমটি ১৫ বিএস ৪ ইঞ্জিন ও বিএস ৬ ইঞ্জিন। তাছাড়া রয়েছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সংস্করণ।
শুধুমাত্র বিএস ৪ সংস্করণটি অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। বাকিগুলো আনঅফিসিয়ালভাবে গ্রে মার্কেট বা ব্যক্তিগত আমদানিকারকরা বিক্রি করছেন।
যদি ভারতের বাজারে ইউএসডি সাসপেনশন, ব্লুটুথ কানেক্টিভিটি মিটার ও ডুয়েল চ্যানেল এবিএসসহ ইয়ামাহা এমটি ১৫ সংস্করণ বের হয়ও, সেটা অফিসিয়ালভাবে বাংলাদেশে শীঘ্রই পাবার সম্ভবনা খুব কম। তবে গ্রে মার্কেট বা ব্যক্তিগত আমদানিকারকদের কাছে দ্রুতই আসবে বলে পূর্ব ইতিহাস ঘাঁটলে বোঝা সম্ভব।
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। শেয়ার করার মাধ্যমে ওয়েবসাইটকে সমর্থন করবেন।
0 মন্তব্যসমূহ
Thanks For Comment.