Header Ads Widget

Responsive Advertisement

ভারতে পরিবহন জ্বালানির মূল্য ব্যাপক কমার সম্ভবনা


ইথানলের বিশাল বাজার হতে চলেছে ভারত। আশা করা হচ্ছে- ভারতে জ্বালানি খরচ অনেক কমে যাবে। পেট্রল-ডিজেলের তুলনায় ইথানলের দাম অনেক কম হওয়ায় পরিবহণ ভাড়াও কমবে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- International Energy Agency (IEA)এর গবেষণা থেকে জানা গিয়েছে, ২০২৬ সালের মধ্যে আমেরিকা ব্রাজিলের পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম ইথানলের মার্কেট হিসেবে আসবে ভারতের নাম। এমনকি ২০২৬ সালের মধ্যে ইথানল ব্যবহারকারী হিসাবে চীনকেও টক্কর দিবে ভারত। IEA আরও বলছে, ২০২১ সালে ভারতে ইথানল ব্লেন্ডিং এর পরিমাণ ছিল শতাংশ। যা ২০১৭ সালের চেয়ে শতাংশ বেশি।


ইথানল একটি জৈব জ্বালানি। আখ এবং ভুট্টা থেকে তৈরি ইথানল সাধারণত পেট্রোল এবং ডিজেলের বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ইথানল পোড়ালে কোনো কণা বাতাসেও নির্গত হয় না। ফলে ইথানলের ব্যবহারের পরিবেশ দূষণের আশঙ্কা নেই পেট্রল-ডিজেলের মতে।

বর্তমান ভারতে এক লিটার ইথানলের দাম ৬২ দশমিক ৬৫ টাকা। এক লিটার পেট্রলের দাম ১০০ টাকারও বেশি। অবস্থায় পেট্রলে ইথানল মেশানোর পরিমাণ বাড়লে জ্বালানির দাম অনেকাংশে হ্রাস পাবে।

 পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ