ভারতের বাজারে ইয়ামাহা এফজেড এস ভার্সন থ্রি এর নতুন সংস্করণ বের করা হলো। এর নাম ডিএলএক্স। মডেলের নামে যেমন এসেছে নতুনত্ব, তেমন নতুনত্ব এসেছে এ মোটর সাইকেলের কিছু বৈশিষ্টেও।
এফজেড এস ডিএলএক্সের নতুন এলইডি ব্যাক লাইট |
এর টেইল লাইট এলইডি, রঙিন এলয় রিম, ডুয়েল টোন সিট, এলইডি ইন্ডিকেটর ইত্যাদি পরিবর্তন আনা হয়েছে।
এফজেড এস ডিএলএক্সের নতুন এলইডি ইন্ডিকেটর লাইট |
ইয়ামাহা এফজেড
এস ডিএলএক্স মেটালিক ব্ল্যাক, মেটালিক গ্রে, মেজেসস্টি রেড পেইন্ট স্কিমস্ রংয়ে বের
করা হয়েছে। এর মধ্যে কালো এবং লাল মোটর সাইকেলের এলয় রিম গোল্ডেন রংয়ের, গ্রে মোটর
সাইকেলের এলয় রিম নীল করা হয়েছে।
এফজেড এস ভার্সন থ্রি ডিলাক্সের নতুন সিট |
এসব ছাড়া আর যা যা বৈশিষ্ট আছে, সব পূর্বের ইয়ামাহা এফজেড এস ভার্সন থ্রি বিএস ৬ এর মতনই।
এদিকে
বাংলাদেশের বাজারে Yamaha Fzs v 3.0 BS4 চেহারা পাল্টে আসার ঘোষণা রয়েছে। সেটির নাম Yamaha FZS V3 Vintage
Edition. ভারতের বাজারে এই গ্রাফিক্স BS6 হিসেবে দীর্ঘদিন যাবৎ চলে এসেছে।
Yamaha FZS V3 Vintage Edition |
ঠিক কবে নাগাদ Yamaha Fzs v 3.0 BS4 বাংলাদেশের বাজারে পাওয়া যাবে- তা ০৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
Yamaha FZS V3 Vintage Edition এর সাথে বর্তমান বাজারে থাকা Yamaha FZS V3 এর পার্থক্য রংয়ের দিক থেকে এবং সিটের দিক থেকে। Yamaha FZS V3 Vintage Edition এর সিট আরও উন্নত করা হয়েছে।
এ দুটি দিক ছাড়া বাকি সব বর্তমান Yamaha FZS V3 এর মতই রাখা হয়েছে।
মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৫৫০০ টাকা।
Yamaha FZS V3 Vintage Edition বাংলাদেশে সিকেডি অবস্থায় পাওয়া যাবে। অন্যদিকে Yamaha Fzs v 3.0 BS6 Vintage Edition গ্রে মার্কেটে পাওয়া যায় সিবিইউ অবস্থায়।
চলুন জেনে নিই কী কী বৈশিষ্ট রয়েছে Yamaha FZS V3 Vintage Edition এ।
Name
Yamaha FZS V3
Vintage Edition
Bike-Category Commuter
Engine Type Air-cooled, 4-stroke, SOHC, 2-valve
Displacement 149 cc
Max Power 9.1 kW (12.4PS)@7250 r
Max Torque 13.3 N.m (1.4 kg f.m)@5,500
Top Speed 115 KM/H (Approx)
Bore x Stroke 57.3 x 57.9
Fuel System Fuel Injection
Mileage 45-50 Kmpl
Compression Ratio 9.6 : 1
Cooling Air-cooled
Starting Method Electric
Gears 5
Clutch Wet multi-plate
Engine Oil Grade 10w 40
Dimension (LxWxH) 1990X780 X1080
Seat Height 790mm
Wheel Base 1330mm
Ground Clearance 165mm
Fuel Tank Capacity 12.8 Liter
Kerb Weight 135 kg
Suspension Front Telescopic fork
Suspension Rear 7-Step Adjustable Monocross Suspension
Brake Front Disc with ABS
Brake Rear Disc
Wheel Front Alloy
Wheel Rear Alloy
Tyre Front 100/80-17M/C 52P Tubeless
Tyre Rear 140/60R17M/C 63P Tubeless
Battery 12v
Head Lamp LED
Tail Lamp LED
Turn Lamp LED
দেখা যাক Vintage Edition বাংলাদেশের মোটর বাইক প্রেমীদের আশা কতটুকু পূরণ করতে পারে এবং কতদিন তা ধরে রাখতে পারে।
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। শেয়ার করার মাধ্যমে ওয়েবসাইটকে সমর্থন করবেন।
0 মন্তব্যসমূহ
Thanks For Comment.