জাপানি ব্র্যান্ড সুজুকি এর যেসব মোটর সাইকেল বাংলাদেশের সুজুকি অনুমোদিত শোরুমে বিক্রি হচ্ছে, সেসব মোটর সাইকেলের বর্তমান দাম সম্পর্কে জানাব এই পোস্টে। এগুলো হবে নিয়মিত মূল্য। তাহলে চলে যাই আসল কথায়।
জিএসএক্স আর১৫০ এবিএস |
জিএসএক্স আর১৫০ এবিএস: ১৫০ সিসি সেগমেন্টে বর্তমান বাংলাদেশে সবচেয়ে ক্ষমতাধর স্পোর্টস মোটর সাইকেল এই জিএসএক্স আর১৫০ মোটর সাইকেলটি। বর্তমানে বাংলাদেশে অফিসিয়ালভাবে সুজুকি অনুমোদিত শোরুমগুলোয় বিক্রি হচ্ছে এর এবিএস ব্রেকিং বৈশিষ্টযুক্ত সংস্করণটি। এর দাম চলছে তিন লাখ ৭৯ হাজার ৯৫০ টাকা। পাওয়া যাচ্ছে কয়েকটি রংয়ে।
জিক্সার এসএফ এফআই-এবিএস |
জিক্সার এসএফ এফআই-এবিএস : ১৫৫ সিসির এই কমিউটার মোটর সাইকেলটি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। বর্তমানে এটি বিক্রি হচ্ছে দুই লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। পাওয়া যাচ্ছে কয়েকটি রংয়ে।
জিক্সার এফআই-এবিএস |
জিক্সার এফআই-এবিএস : এটি এসএফ এর নেকেড সংস্করণ। বেশ স্টাইলিশ এই মোটর সাইকেল বর্তমানে বিক্রি করা হচ্ছে দুই লাখ ২৪ হাজার ৯৫০ টাকায়। পাওয়া যাচ্ছে কয়েকটি রংয়ে।
ব্যান্ডিত ১৫০ এবিএস |
ব্যান্ডিত ১৫০ এবিএস: সুজুকি জিএসএক্স ১৫০কে রূপান্তর করে বানানো হয় ব্যান্ডিত ১৫০কে। এর ইঞ্জিন ও জিএসএক্স আর এর ইঞ্জিন একদম একই। ব্যান্ডিতকে বলা হয় জিএসএক্স আর ১৫০ এর নেকেড সংস্করণ। বর্তমানে এটি বিক্রি হচ্ছে তিন লাখ ৪৯ হাজার ৯৫০ টাকায়। পাওয়া যাচ্ছে কয়েকটি রংয়ে।
জিক্সার মনোটোন : বেশ পুরাতন একটি মডেল জিক্সার ১৫৫ মনোটোন। কিন্তু এখনও এর বিক্রি ভাল অবস্থানে রয়েছে বলে কোম্পানি এর উৎপাদন অব্যহত রেখেছে। বর্তমানে এর দাম এক লাখ ৭৪ হাজার ৯৫০ টাকা। পাওয়া যাচ্ছে কয়েকটি রংয়ে।
হায়াতি ইপি ১১০ : এটি সুজুকি পরিবারের একমাত্র সদস্য যার সিসি ১১০। খুবই জ্বালানি সাশ্রয়ী এই মোটর সাইকেলটি বর্তমানে বিক্রি হচ্ছে ৯৯ হাজার ৯৫০ টাকায়। পাওয়া যাচ্ছে কয়েকটি রংয়ে।
জিএসএক্স ১২৫ |
জিএসএক্স ১২৫ : বেশ স্টাইলিশ এই ১২৫ সিসির কমিউটার মোটর সাইকেলটি। একই সাথে এটি জ্বালানি সাশ্রয়ীও বটে। বর্তমানে এর দাম চলছে এক লাখ ২৪ হাজার ৯৫০ টাকা। পাওয়া যাচ্ছে কয়েকটি রংয়ে।
এক্সিস ১২৫ সিবিএস-এফআই |
এক্সিস ১২৫ সিবিএস-এফআই : স্কুটারেও অবস্থান আছে বাংলাদেশ সুজুকির। এক্সিস ১২৫ সিবিএস-এফআই স্কুটারটি বিক্রি হচ্ছে এক লাখ ৬৪ হাজার ৯৫০ টাকায়। পাওয়া যাচ্ছে কয়েকটি রংয়ে।
সামুরাই ১৫০ : অতি সম্প্রতি বাংলাদেশে এসেছে এটি। বেশ হালকা গড়নের এই ১৫০ সিসির মোটর সাইকেলটি বর্তমানে বিক্রি করা হচ্ছে এক লাখ ২০ হাজার টাকায়। পাওয়া যাচ্ছে কয়েকটি রংয়ে।
শেষ কথা- পোস্টে উল্লেখিত মূল্যগুলো শোরুমের নিয়মিত দাম। দরদামের মাধ্যমে এর চেয়ে কিছুটা কমদামেও কেনা সম্ভব। কত কম রাখবে বা না রাখবে- সেটা শোরুমের নিজস্ব বিষয়। এটা আগাম উল্লেখ করা সম্ভব না বলে পোস্টে উল্লেখ করিনি।
0 মন্তব্যসমূহ
Thanks For Comment.