VIXION MONSTER ENERGY YAMAHA MOTOGP EDITION |
Yamaha Vixion এর নতুন একটি সংস্করণ বের করেছে Yamaha indonesia. এটি হচ্ছে VIXION MONSTER ENERGY YAMAHA MOTOGP EDITION.
150cc ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের এই মোটর সাইকেল Yamaha r15 v3 indo সংস্করণের Naked Sports সংস্করণ। যদিও আমাদের দেশে প্রচলিত ধারণা যে, ইয়ামাহা এমটি ১৫ হচ্ছে ইয়ামাহা আর১৫ ভার্সন থ্রি এর নেকেড স্পোর্টস সংস্করণ।
পূর্বে Yamaha Vixion সিরিজের বহু মোটর সাইকেল বের করেছে ইন্দোনেশিয়ায়। ইয়ামাহা আর১৫ ভার্সন ২ থেকে অনুপ্রাণিত হয়েও ভিক্সন বের করা হয়েছিল ইন্দোনেশিয়ায়। সেসব অফিসিয়ালভাবে বাংলাদেশে দেখা যায়নি। আনঅফিসিয়ালি সেসব বিক্রি করছেন গ্রে মার্কেটের ব্যবসায়ীরা বা ব্যক্তিগত আমদানিকারকরা।
LIVE THE LEGEND- ট্যাগ লাইনে বের করা VIXION MONSTER ENERGY YAMAHA MOTOGP EDITION এর প্রধান বৈশিষ্টগুলোর মধ্যে হচ্ছে- ১৪৯.৮ সিসির ইঞ্জিন, ম্যাক্সিমাম পাওয়ার ১২.২ কিলোওয়াট, ম্যাক্সিমাম টর্ক ১৪.৫ নিউটন মিটার, ইলেকট্রিক স্টার্ট, ফুয়েল ইনজেকশন, ৫ গিয়ার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিমি., কার্বওয়েট ১৩২ কেজি, সিট হাইট ৭৯৫মিমি., চেসিস ডেল্টাবক্স, এসিস্ট স্লিপার ক্লাচ, এলইডি হেড ও টেইল ল্যাম্প, লিকুইড কুলিং, হুবহু Yamaha r15 v3 indo এর ইন্সট্রুমেন্ট কনসোল, হ্যাজার্ড লাইট, রিমুভেবল মার্ডগার্ড, ফুয়েল ট্যাংকের ধারণ ক্ষমতা ১২ লিটার, My Yamaha নামক স্মার্টফোন এপ্লিকেশন ব্যবহার সুবিধা, সামনে টেলিস্কপিক ও পেছনে মনোশক সাসপেনশন, টিউবলেস টায়ার, সামনে ও পেছনে ডিস্কব্রেক, উভয় রিমের সাইজ ১৭, সামনের টায়ার ৯০/৮০, পেছনের টায়ার ১২০/৭০ ইত্যাদি।
এটাতে আবার ভিভিএ প্রযুক্তি দেয়া হয়নি।
ধারণা করা যায়, এটিও অফিসিয়ালভাবে বাংলাদেশে আসবে না। তবে আনঅফিসিয়ালি আসার সম্ভবনা আছে।
বর্তমানে ইন্দোনেশিয়ায় ভিক্সনের আরও দুটি মডেল প্রচলিত আছে, একটি VIXION R 150, VIXION. এগুলোর সবই Yamaha r15 v3 indo সংস্করণের Naked Sports সংস্করণ।
VIXION MONSTER ENERGY YAMAHA MOTOGP EDITION গ্রে মার্কেটে আসার পর যদি কেউ কিনে থাকেন, তাহলে কিছু সমস্যায়ও পড়তে পারেন। যেহেতু এসব মোটর বাইক বাংলাদেশে আনঅফিসিয়ালি আসে, সুতরাং এসবের অফিসিয়াল সার্ভিসিং বাংলাদেশে মিলবে না। কিছুক্ষেত্রে এর কোনো কোনো স্পেয়ার পার্টসও বাংলাদেশে মিলবে না। বিশেষ করে বডির প্লাস্টিক, সিট, হেডলাইট, ব্যাক লাইট যদি কোনো কারণে খুব ক্ষতিগ্রস্থ হয় তখনই দেখা দিতে পারে মহাবিপদ।
তাছাড়া মিলবে না ইঞ্জিন ওয়ারেন্টি সেবাও।
0 মন্তব্যসমূহ
Thanks For Comment.