মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজাজ মোটর সাইকেলের অনুমোদিত ডিলার এসকে ট্রেডার্সের সার্ভিস সেন্টারে।
আগামীকাল ১৪ ও ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা এই কার্যক্রম চলবে।
ফ্রি সার্ভিস ক্যাম্পেইনে সার্ভিসিং এ কোনো খরচ লাগবে না। তবে ইঞ্জিন ওভারহোলিং এর ক্ষেত্রে ৪০ % সার্ভিস চার্জ ফ্রি।
অন্যদিকে, কোনো পার্টস লাগে, তাহলে পার্টসের টাকা দিতে হবে। এসকে ট্রেডার্সের সার্ভিস সেন্টারে পাওয়া যাচ্ছে বাজাজের অরিজিনাল পার্টস। তাদের সংগ্রহে বাজাজ পালসার ১৫০ সিংগেল ডিস্ক, ডাবল ডিস্ক, প্লাটিনা ১০০, ১১০, এভেঞ্জার ১৬০ এবিএস, এভেঞ্জার ১৫০, সিটি ১০০ ইএস, ডিস্কভার ১২৫, ১১০, ১০০, পালসার এনএস ১৬০ সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, কার্ব এবিএস, এফআই এবিএসসহ বাংলাদেশে প্রচলিত যত বাজাজ মোটর বাইক আছে, তার সবগুলোর অরিজিনাল পার্টস পাওয়া যাচ্ছে।
ফ্রি সার্ভিস ক্যাম্পেইনে পার্টসের মূল্যে থাকছে ১০ % ডিসকাউন্ট।
এসকে ট্রেডার্সের ঠিকানা ১১১/২ তেজকুনিপাড়া, বিজয় স্মরণী লিংক রোড, তেজগাঁও ঢাকা ১২১৫। মোবাইল ফোন নম্বর : ০১৭৩৫৮৫২০৭০, ০১৭৩৬৯৭৮০৩৮, ০১৭৫৭৬১৩২৬৭.
২০২০ সালে বিজয় স্মরণী র্যাংগস ভবনের বিপরীতে ব্যবসায় শুরু করে এসকে ট্রেডার্স। প্রতিষ্ঠানটি বাজাজ মোটর বাইকের অথোঅরাইজ ডিলার। র্যাংগস ভবনের বিপরীতে এসকে ট্রেডার্সের শোরুম। এই শোরুম ঘেঁষা ফুটপাথ ধরে কিছুদূর এগুলেই দেখা মিলবে সার্ভিস সেন্টারের।
এসকে ট্রেডার্স পরিচালনার দায়িত্বে আছে আবদুর রহিম।
বাংলাদেশে বাজাজ মোটর বাইকের যতো অথোরাইজ ডিলার আছেন, তার মধ্যে এসকে ট্রেডার্স অন্যতম।
শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৮টা পর্যন্ত খোলা থাকে এসকে ট্রেডার্সের শোরুম। সার্ভিস সেন্টারের কার্যক্রম শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
তাদের শোরুম যেমন সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ও রঙিন। তেমনি সার্ভিস সেন্টারটিও বেশ সাজানো গোছানো, পরিপাটি। গ্রাহকদের বসার জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। কারিগর রয়েছে ১০ জনেরও বেশি। ফলে মোটর বাইক সার্ভিসে সিরিয়াল সংক্রান্ত দীর্ঘসূত্রিতা একটু হলেও কম।
তাদের অবস্থান যেহেতু রাজধানী ঢাকার একটি প্রাণকেন্দ্র বিজয় স্মরণীতে অবস্থিত, সেহেতু ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে তেমন বেগ পোহাতে হয় না। পার্কিং নিয়েও তাদের এখানে কোনো সমস্যা নেই। শোরুম এবং সার্ভিস সেন্টার- উভয়স্থানেই রয়েছে নিরাপদ পার্কিং সেন্টার।
0 মন্তব্যসমূহ
Thanks For Comment.