Gopro Hero 10 Black |
এরই মধ্যে এটি আনঅফিসিয়ালি চলে এসেছে বাংলাদেশে। প্রসঙ্গত, Gopro এর অফিসিয়াল বিক্রয় কেন্দ্র বা সার্ভিসিং সুবিধা বাংলাদেশে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশে এটি বিক্রি চলছে ৪৫ হাজার টাকা বা তার আশপাশ মূল্যে।
Gopro Hero 10 Black Action Camera এর মধ্যে দেয়া হয়েছে, All-new GP2 processor. যা Gopro Hero 10 Black কে পূর্ববর্তী Gopro এর সব Action Camera থেকে করেছে সবচেয়ে শক্তিশালী।
Gopro Hero 9 Black এর মতন Gopro Hero 10 Black এ-ও সামনে রঙিন ডিসপ্লে রয়েছে। এর ব্যাটারি 1720mAh lithium-ion rechargeable.
ব্যাটারিটি ফুলচার্জ দিয়ে একটানা 56 minutes of 5.3K60 video, 50 minutes of 4K120 video, 76 minutes of 4K60 video and 115 minutes of 1080p30 video রেকর্ড করা যাবে বলে জানায় Gopro কর্তৃপক্ষ।
Gopro Hero 10 Black Action Camera দিয়ে 5.3K ভিডিও রেকর্ড করা যাবে 60Fps এবং 4K 120Fps এ। স্থিরচিত্র ধারণ করা যাবে 23 megapixel সুবিধায়।
Gopro কর্তৃপক্ষের অফিসিয়াল বক্তব্য- Gopro Hero 10 Black Action Camera স্বল্প আলোতে স্থিরচিত্র এবং ভিডিও পূর্ববর্তী Gopro এর সব Action Camera থেকে সবচেয়ে ভাল ধারণ করতে পারবে।
এবার 153 গ্রাম ওজনের Gopro Hero 10 Black Action Camera তে দেয়া হয়েছে- Advanced HyperSmooth 4.0 video stabilization.
ক্যামেরার সামনের অংশে মুদ্রিত Gopro লোগো আকাশি রংয়ের এবং থ্রিডি। তাছাড়া বডির ডান দিকে মুদ্রিত Gopro লোগো আকাশি রংয়ের। এটি Waterproof Case ছাড়াই এটি Waterproof. পানির 33ft গভীর পর্যন্ত Waterproof বজায় থাকবে।
এর লেন্সক্যাপ সহজে পরিবর্তনযোগ্য। যা ছিল না Hero 9 এ।
আরও বৈশিষ্টের মধ্যে রয়েছে- ক্যামেরাটি যখন চার্জে দেয়া অবস্থায় থাকবে, তখন ভিডিও ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে গোপ্রো ক্লাউডে আপলোড হবে; TimeWarp 3.0; 8X Slo-Mo, Quik app ব্যবহার করা যাবে, 30 mounts + accessories দিয়ে নানাভাবে ব্যবহার করা যাবে।
Gopro Hero 10 Black এ কমপক্ষে Class 10 অথবা UHS-I microSD card ব্যবহার করতে হবে। যদিও UHS-II হলে পারফরম্যান্স আরও ভাল পাওয়া যাবে বলে জানিয়েছে Gopro কর্তৃপক্ষ। একইসঙ্গে সর্বোচ্চ 512 GB জায়গা সম্পন্ন microSD card ব্যবহার করা যাবে বলেও জানায় Gopro কর্তৃপক্ষ।
প্রতিটি ক্যামেরায় দেয়া আছে ১ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যা প্রদান করবে গোপ্রো হেডকোয়ার্টার।
0 মন্তব্যসমূহ
Thanks For Comment.