২০২১ সালের শেষদিকে এসে ইয়ামাহা ইন্ডিয়া আর ১৫ ভার্সন ৪ এবং আর ১৫ এম বের করার পর এবার বের করে ফেলল ইয়ামাহা আর১৫ এস। যা সম্পূর্ণ ইয়ামাহা আর১৫ ভার্সন থ্রির আরেকটি সংস্করণই বলা চলে।
আর১৫ ভার্সন ৩ এর সাথে ইয়ামাহা আর১৫ এস এর পার্থক্য শুরু মাত্র সিট এর দিক থেকে। ভার্সন থ্রিতে ডাবল পার্ট স্পোর্টস সিট। বিপরীতে ইয়ামাহা আর১৫ এস এর মধ্যে দেয়া হয়েছে সিংগেল পার্ট সিট। যাকে ইয়ামাহা ইন্ডিয়া বলছে ইউনিবডি সিট।
যখন ইয়ামাহা আর১৫ ভার্সন ২ বাজারে ছিল, তখনও আর ১৫এস নামের একটি মোটর সাইকেল বাজারে ছিল। সেটা ইয়ামাহা আর১৫ ভার্সন টুর আরেকটি সংস্করণই ছিল বলা চলে। সেটার সিটও এমন ইউনিবডি সিট করা হয়েছিল।
২০২১ সালে এর প্রতিফলন ঘটল ইয়ামাহা আর১৫ ভার্সন থ্রি এর মধ্য দিয়ে।
ইয়ামাহা আর১৫ এস এ ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক ফোর ভাল্ব ১৫৫ সিসির সিংগেল সিলিন্ডার লিকুইড কুল এসওএইচসি বিএস৬ ইঞ্জিন।
রয়েছে ভিভিএ প্রযুক্তি, ছয়টি গিয়ার এবং স্লিপার ক্লাচ।
মোট কথা ইয়ামাহা আর১৫ ভার্সন ৩’র প্রায় সবকিছুই এতে রয়ে গেছে।
অফিসিয়ালভাবে ইন্ডিয়ায় এটি বিক্রয় করা হচ্ছে ১৫৮৩৭৪ রূপিতে। বাংলাদেশে এটি অফিসিয়ালভাবে আসার সম্ভবনা খুবই কম।
তবে আনঅফিসিয়ালভাবে এটি পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে দাম হতে পারে সর্বোচ্চ ৩ লাখ ২০ হাজার টাকা।
আরও দেখুন-শুনুন
4 মন্তব্যসমূহ
R15S ekta family sports bike hobe....eitar sell Bangladesh r market e motamoti valoi hobe asha kora jay
উত্তরমুছুনআশা করা যায়
মুছুনR15S ekta family sports bike hobe...r jeita amdr desh er onk biker er dorkar tai asha kora jay ei bike Bangladesh e valoi market pabe
উত্তরমুছুনআশা করা যায়।
মুছুনThanks For Comment.