Header Ads Widget

Responsive Advertisement

R15 থেকে এলো অফরোড Yamaha WR 155R


জাপানি ব্র্যান্ড Yamaha WR 155R নামে একটি অফরোড মোটর সাইকেল বাজারে ছেড়েছে, যার মূল ভিত্তি ইয়ামাহার আর ১৫।

২০২১ সালের নভেম্বরের শেষ সপ্তাহে ১৫৫ সিসির এই মোটর সাইকেল ইন্দোনেশিয়ার বাজারে বিক্রি শুরু হয়েছে। এর দুটি সংস্করণ বাজারে রয়েছে, একটি ডব্লু আর ১৫৫আর, অন্যটি ডব্লু আর ১৫৫আর মনস্টার।


যেহেতু ডব্লু আর ১৫৫আর মনস্টার এর মূল ভিত্তি ইয়ামাহার আর ১৫, সেহেতু এর ইঞ্জিন তেমনই। এতে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক ফোর ভাল্ব ১৫৫ সিসির সিংগেল সিলিন্ডার লিকুইড কুল এসওএইচসি ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার ১৬.৭ বিএইচপি ও ম্যাক্সিমাম টর্ক ১৪.৩ নিউটন মিটার।

রয়েছে ভিভিএ প্রযুক্তি, ছয়টি গিয়ার এবং স্লিপার ক্লাচ।

সাসপেনশনের মধ্যে সামনে ৪১মিমি. টেলিস্কপিক ফর্ক, পেছনে মনোশক। অন্যদিকে সামনে পেছনে রয়েছে ডিস্ক ব্রেক। অফরোডে ভালভাবে চলাচলের জন্য দেয়া হয়নি এন্টিলক ব্রেকিং সিস্টেম - এবিএস।

সামনের ডিস্কের পরিমাপ ২৪০ ও পেছনের ২২০ মিমি.। সিট হাইট ৮৮০ মিমি., গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৪৫ মিমি.।

তাছাড়া সামনের চাকার পরিমাপ ২১ ও পেছনের ১৮ ইঞ্চি। টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল পারপাস টিউব টায়ার, চেসিস সেমি ডবল ক্রেডেল ফ্রেম।


ফুয়েল ট্যাংক ৮.১ লিটার, ফুয়েল সাপ্লাই সিস্টেম এফআই, সম্পূর্ণ ডিজিটাল স্পিডো মিটার, সব ধরণের লাইট বাল্বের। এদিকে মাই ইয়ামাহা নামক স্মার্টফোন এপ্লিকেশন যুক্ত করা হয়েছে এর মিটারের সাথে।

স্টার্টিং মেথড শুধুমাত্র সেলফ, ওজন ১৩৪ কেজি।

ইন্দোনেশিয়ায় এর অফিসিয়াল মূল্য ৩কোটি ৮৩ লাখ ২৫ হাজার রূপিয়াহ্। বাংলাদেশে এটি অফিসিয়ালভাবে আসার সম্ভবনা খুবই কম।

আন অফিসিয়ালভাবে আসতে পারে। সেক্ষেত্রে দাম সাড়ে তিন থেকে চার লাখ হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ