Header Ads Widget

Responsive Advertisement

বাজাজ মোটর সাইকেলের প্রভাবশালী ডিলার এসকে ট্রেডার্স



২০০৩ সালের ঢাকার ফার্মগেট ইন্দিরা রোডে যাত্রা শুরু করা বাজাজ মোটর সাইকেলের অনুমোদিত ডিলার এসকে ট্রেডার্সের বর্তমান ঠিকানা গড়িয়েছে বিজয় স্মরণী তেজগাঁও লিংক রোড এলাকায়।

বাংলাদেশে বাজাজ মোটর সাইকেলের অফিসিয়াল ডিলারদের মধ্যে তাদের অবস্থান অনেক উপরে। 

এসকে ট্রেডার্সের সার্ভিস সেন্টার

২০০৫ সালে তেজগাঁও থানার বিপরীতে, ২০০৯ সালে পান্থপথ, ২০১৪ তেজগাঁও থানা সংলগ্ন এলাকায় এবং সর্বশেষ ২০২০ সালে প্রতিষ্ঠানটি বিজয় স্মরণী তেজগাঁও লিংক রোড (র‌্যাংগস ভবনের বিপরীতে) এলাকায় স্থানান্তর হয়।

প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আছেন- আবদুর রহিম।

প্রতিষ্ঠানটি থ্রি এস সেন্টার। অর্থাৎ তারা একইসাথে মোটর সাইকেল বিক্রয়, খুচরা যন্ত্রাংশ বিক্রয় ও মেরামতের কাজ করে থাকে।

বাংলাদেশে পাওয়া যায়, এমন সব ধরণের বাজাজ মোটর সাইকেলের মডেল তাদের এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। একইসাথে তারা ক্রেতাকে মোটর সাইকেল রেজিস্টেশন ও ট্যাক্স টোকেন নবায়নের সহায়তাও করে থাকেন।

তাদের ঠিকানা ১১৫/৩ বিজয় স্মরণী লিংক রোড (র‌্যাংগস ভবনের বিপরীতে) তেজগাঁও, ঢাকা। অর্থাৎ একদিকে বিজয় স্মরণী কাঁচা বাজারের সরু রাস্তা অন্যদিকে র‌্যাংগস ভবন এর ঠিক মাঝেই এসকে ট্রেডার্সের অবস্থান।

তাদের মোবাইল ফোন নম্বর- ০১৯২৬৯৭০১২১।

এসকে ট্রেডার্সের শোরুম ঘেঁষা ফুটপাথ ধরে সামান্য হাঁটলেই দেখা মিলবে তাদের সার্ভিস সেন্টারের। বিশাল জায়গা জুড়ে সার্ভিস সেন্টারটি বিস্তৃত।

তাদের ফেসবুক পেজও রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ