Header Ads Widget

Responsive Advertisement

Yamaha r15 v4 indonesian উদ্বোধন, দামে হবে আগুন !

Yamaha r15m White (Racing Blood of Yamaha)- ABS

অবশেষে উদ্বোধন করা হয়ে গেল Yamaha r15 v4 indonesian সংস্করণ। ২০২১ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই এ মোটর সাইকেল বের করা হয়।

গত সেপ্টেম্বরে ভারতের বাজারে প্রথম ছাড়া হয় Yamaha r15 v4 indian সংস্করণ। এটি বের হবার পরই ইন্দোনেশিয়ান সংস্করণ প্রেমীরা অপেক্ষায় ছিলেন যে, কবে বের হবে ইন্দোনেশিয়া সংস্করণ।

ভারতীয় সংস্করণের মতই নতুন আর১৫ এ দুটি শ্রেণী বের করেছে ইন্দোনেশিয়া। একটি ভার্সন ৪ অন্যটি আর ১৫এম।

ইন্দোনেশিয়ান ভার্সন ৪ এ বের করা হয়েছে দুটো রং। একটি আইকনিক ব্লু, অপরটি কালো। এদিকে, আর ১৫এমও বের করা হয়েছে দুটো রংয়ে। একটি সাদা ও সিলভার। সাদাটিকে ইয়ামাহার ভাষায় বলা হয়- রেসিং ব্লাড অফ ইয়ামাহা।

হাতে গোনা দুএকটি বিষয় ছাড়া উভয় দেশের আর ১৫ ভার্সন ৪ এবং এম এর সব বৈশিষ্ট একই।



ভারতীয় সংস্করণের সাথে ইন্দোনেশিয়ান সংস্করণের প্রথম পার্থক্য ইঞ্জিন পাওয়ারের দিক থেকে। ভারতীয় সংস্করণের ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার ১৮.১০ বিএইচপি এবং ইন্দোনেশিয়ানটির ১৯.০৪ বিএইচপি।

দেখা যায়- ভারতীয় থেকে ইন্দোনেশিয়ানে ইঞ্জিন পাওয়ার দশমিক ৯৪ বেশি।

পার্থক্য আছে সর্বোচ্চ টর্কের দিক থেকেও। ইন্দোনেশিয়ানের টর্ক ১৪.৭ নিউটন মিটার, যা ভারতীয় সংস্করণের চেয়ে দশমিক ৫ নিউটন মিটার বেশি।

ভারতের সংস্করণের প্রতিটিতে ডাবল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম যুক্ত করা হলেও ইন্দোনেশিয়ানে শুধুমাত্র আর ১৫এম এ যুক্ত করা হয়েছে ডাবল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়ান আর ১৫ সিরিজে যুক্ত হয়ে গেল এবিএস ব্রেকিং সিস্টেম।

ভারতীয় সংস্করণে দেখা গেছে, আর ১৫এম এ মনস্টার, আর ১৫ ভার্সন ৪ এ লাল, ডার্ক নাইট রয়েছে, যা ইন্দোনেশিয়ানে নেই।

তাছাড়া ভারতীয় সংস্করণগুলোয় টায়ার হিসেবে রয়েছে এমআরএফ এবং ইন্দোনেশিয়ানে রয়েছে আইআরসি।

ধারণা করা যায়- পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী- ভারতীয় আর ১৫ ভার্সন ৪ এবং আর ১৫ এম এর চেয়ে বিল্ট কোয়ালিটির দিক থেকে ইন্দোনেশিয়ান সংস্করণের বিল্ট কোয়ালিটি আরও উন্নত হবে। ফলে দামের দিক থেকেও ভারতীয়র চেয়ে ইন্দোনেশিয়ানগুলোর দামও অনেক বেশিই হবে।


**দাম কত হতে পারে :

বাংলাদেশের বাজারে ভারতীয় আর ১৫ ভার্সন ৪ আনঅফিসিয়ালভাবে বিক্রি করা হয়েছে ৫ লাখ টাকায় এবং আর ১৫ এম বিক্রি করা হয়েছে ৫ লাখ ৩০ হাজার টাকায়।

ধারণা করা যায়- ইন্দোনেশিয়ান সংস্করণের ভার্সন ৪ বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যেতে পারে- ৫ লাখ ৫০ হাজার থেকে ৬৫ হাজারের মধ্যে। একইসাথে আর ১৫এম আনঅফিসিয়ালভাবে পাওয়া যেতে পারে- ৫ লাখ ৮০ হাজার থেকে ৯০ হাজারের মধ্যে।

তবে অফিসিয়ালভাবে ইন্দোনেশিয়ানগুলো বাংলাদেশে না আসার আশঙ্কাই বেশি।

বলা বাহুল্য ভারতীয় সংস্করণের মোটর সাইকেলগুলোও ৭ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাংলাদেশে আসেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ