Header Ads Widget

Responsive Advertisement

পেট্রল ও অকটেন দিয়ে হোন্ডা সিবি শাইন ১২৫ এর মাইলেজ টেস্ট

পেট্রল দিয়ে হোন্ডা সিবি শাইন ১২৫ এর মাইলেজ টেস্টের সময়

এবার আপনাদের সাথে শেয়ার করব হোন্ডা সিবি শাইন ১২৫ মোটর সাইকেলের মাইলেজ টেস্টের ফলাফল।

গত ৭ অক্টোবর ২০২১ ঢাকার হাতিরঝিল এলাকায় কাজটি সম্পন্ন করা হয় ১০০ মিলি. পেট্রল১০০ মিলি. অকটেনের সাহায্যে।

লো এবং হাই আরপিএমে হোন্ডা সিবি শাইন ১২৫ হাতিরঝিলে প্রতি লিটার পেট্রল দিয়ে মাইলেজ পাই ৪৪ কিলোমিটার (১০০মিলি পেট্রলে ৪.৪ কিলোমিটার)।

একই স্টাইলে চালিয়ে প্রতি লিটার অকটেন দিয়ে মাইলেজ পাই ৫৪ কিলোমিটার(১০০মিলি অকটেনে ৫.৪ কিলোমিটার)।

অকটেন দিয়ে হোন্ডা সিবি শাইন ১২৫ এর মাইলেজ টেস্টের সময়

বলা বাহুল্য, মোটর সাইকেলটি ১৭হাজার কিলোমিটারের বেশি চালানো ছিল।

বলা বাহুল্য- আমি যে ফলাফল পেয়েছি, আপনারাও যে একই ফলাফল পাবেন, তা মোটেও নয়। আপনারা আরও বেশি বা কম পেতে পারেন। আমি একটু ধারণা অর্জন করে আপনাদের মাঝে শেয়ার করলাম মাত্র।

তাছাড়া ভাল মাইলেজের সাথে অনেক অনেক বিষয় জড়িত। যেমন- ফুয়েলের মান ও পরিমাপ, রাইডিং স্টাইল, রাস্তার অবস্থা, চেইন স্পোকেট-এয়ার ফিল্টারের অবস্থা ইত্যাদি।

ধন্যবাদ সবাইকে।

পোস্ট ভাল লাগলে শেয়ার করবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ