Header Ads Widget

Responsive Advertisement

হাঁটু-কনুইর রাইডিং গিয়ার সম্পর্কে কিছু জানুন, দামসহ (ভিডিওসহ)


আজকের পোস্ট কিছু রাইডিং গিয়ার নিয়ে। এসব গিয়ার কনুই এবং হাঁটুতে পরিধানযোগ্য। এগুলো ব্যবহারের মাধ্যমে একজন মোটর বাইকার তার সুরক্ষার স্তর বৃদ্ধি করতে পারেন। এরই মধ্যে বাংলাদেশের মোটর বাইকাররা সুরক্ষা নিয়ে বেশ সচেতন হয়েছেন এবং আরও হচ্ছেন। তাদের মাঝে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বহুল ব্যবহারের প্রচলন দেখা যায়।

চলুন জেনে নিই কনুই-হাঁটুতে পরিধানযোগ্য কিছু সুরক্ষা সামগ্রী সম্পর্কে এবং এসবের দরদাম।



শুরুতে বলছি প্রো বাইকারের মেটাল সেফটি গিয়ারের কথা। এটার কথা কী আর বলব। এখন না হয় দেশের বাজারে হরেক ব্র্যান্ডের সুরক্ষা সামগ্রী হাত বাড়ালেই মিলছে। কিন্তু এমন একটা সময় ছিল যখন কনুই-হাঁটুতে পরিধানযোগ্য সুরক্ষা সামগ্রী মানেই ছিল এই প্রো বাইকারের মেটাল সেফটি গিয়ার। হাঁটুর জন্য একজোড়া এবং কনুইর জন্য এক জোড়া- এই দুই জোড়া মিলে এক সেট হিসেবে বিক্রি হচ্ছে বাজারে।

অল্প টাকার মধ্যে হাত-পায়ের সুরক্ষা সামগ্রীগুলোর মধ্যে এটা এ যাবৎকালে বাংলাদেশে সবচেয়ে সেরা। এর মধ্যে লৌহজাত সামগ্রীর ছোঁয়া আছে। যা এটিকে বেশ শক্তিশালী গঠন দিয়েছে।

বর্তমানে এর দাম চলছে ১০০০ টাকা  থেকে ১১০০ টাকা।


আবারও আসি সেই প্রো বাইকারে। ছবিতে প্রদর্শিত প্রো বাইকারে যে সুরক্ষা সামগ্রী দেখছেন, তা মূলত কার্বনের তৈরি। অর্থাৎ সুরক্ষার স্তরটি করা হয়েছে কার্বন দিয়ে। সাথে রয়েছে ম্যাশ কাপড়ের ব্যবহার। এই কার্বন গিয়ার চোখে দেখলেই মনে বাড়তি একটা শান্তি মেলে এবং অনুমান করা যায় যে, এটার সুরক্ষার মান কতটা ভাল হতে পারে। এর ওজনও হালকা, পরিধান করতেও বেশ আরাম। হাঁটুর জন্য একজোড়া এবং কনুইর জন্য এক জোড়া- এই দুই জোড়া মিলে এক সেট হিসেবে বিক্রি হচ্ছে বাজারে। যার মূল্য ২৫০০ থেকে ২৬০০ টাকার মধ্যে।


এবার ভিমারের পালা। কনুই-হাঁটুতে পরিধানযোগ্য কিছু সুরক্ষা সামগ্রীর ব্র্যান্ডে ভিমারও বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। হাঁটুর জন্য একজোড়া এবং কনুইর জন্য এক জোড়া- এই দুই জোড়া মিলে এক সেট হিসেবে বিক্রি হচ্ছে বাজারে।  ছবিতে প্রদর্শিত ভিমারের এই সুরক্ষা সামগ্রীর বৈশিষ্ট বেশ উন্নত এবং কার্যকর ভূমিকা রাখার মতন যোগ্যতা রাখে। যেমন- এই গিয়ার পরিধানরত অবস্থায় মোটর বাইকার যদি উচ্চগতিতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ছেঁচড়ে-গড়িয়ে দূরে যাবার উপক্রম হয়, তখন হাঁটু ও কনুই উপরিভাগে থাকা গোল চাকতির মতন অংশ সড়কের সংগে গ্রিপ দেবে। যা ছেঁচড়ে-গড়িয়ে দূরে যাওয়া আটকাতে সহায়ক।


বর্তমানে এই গিয়ারের দাম চলছে ১৫০০ থেকে ১৬০০ টাকা।

বাকি রইল ওয়ান্স এগেইন ব্র্যান্ড। কনুই-হাঁটুতে পরিধানযোগ্য এই ব্র্যান্ডের তিন পদের সুরক্ষা সামগ্রী পেলাম বাজারে।


ছবিতে প্রদর্শিত ওয়ান্স এগেইনের সুরক্ষা সামগ্রীটি শুধুমাত্র পায়ে পরিধানযোগ্য। এটি বেশ নরম এবং হালকা। সুরক্ষার ব্যবস্থাও ভাল। তবে এটি হাঁটু থেকে বেশি একটা নিচে নামবে না। এর দাম চলছে ১৮৫০ থেকে ১৯০০ টাকাল।


ওয়ান্স এগেইনের আরো একজোড়া সুরক্ষা সামগ্রী পেলাম, এটাও শুধুমাত্র পায়ে পরিধানযোগ্য। এটিও বেশ নরম এবং হালকা। সুরক্ষার ব্যবস্থাও ভাল। এটি হাঁটু থেকে পুরো নিচের দিক পর্যন্ত যাবে। এর দাম চলছে ২৬০০ থেকে ২৬৫০ টাকা।


সর্বশেষে বলছি- ওয়ান্স এগেইনেরই আরও একটি সুরক্ষা সামগ্রীর কথা। এটি আসলে পূর্বের গুলোর মতোই। পার্থক্য হচ্ছে- এটা হাঁটুর জন্য একজোড়া এবং কনুইর জন্য এক জোড়া- এই দুই জোড়া মিলে এক সেট হিসেবে বিক্রি হচ্ছে বাজারে। এর মান-রং-সুরক্ষার ব্যবস্থা- সবকিছু পূর্বে বর্ণিতগুলোর মতন।

ওদিকে, পূর্বে বর্ণিতগুলো ছিল শুধুমাত্র হাঁটুর।

ওয়ান্স এগেইনের এই সুরক্ষা সামগ্রীর দাম বর্তমান বাজারে ৩৬০০ টাকা থেকে ৩৬৫০ টাকার মধ্যে।

আজকে তাহলে এ পর্যন্ত। আবারও আসব নতুন কিছু নিয়ে। পোস্ট ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।

প্রয়োজন হলে দেখতে পারেন এই সুরক্ষা সামগ্রী নিয়ে বানানো ভিডিওটি।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thanks For Comment.