Header Ads Widget

Responsive Advertisement

মোটর বাইক সার্ভিস : যেতে পারেন রাইডার্স চয়েসে (ভিডিওসহ)

রাইডার্স চয়েস

Rider's Choice, যার অবস্থান মিরপুর ৬০ ফিট বারেক মোল্লার মোড়ের কাছে। ২০১৬ সালে এই স্থানে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় এবং এর ঠিকানা এখনও সেখানেই।

২০১৬ সালে এই স্থানে এতো মোটর বাইক সার্ভিসিং ও মোটর বাইক এক্সেসরিজ-গ্যাজেট বিক্রির দোকান ছিল না। তখন এই রাইডার্স চয়েসই ছিল এই স্থানের অন্যতম একটি ভরসা। প্রতিযোগিতার চাপে ও সময়ের সাথে অনেক ব্যবসায়ী হারিয়ে গেলেও এখন পর্যন্ত রাইডার্স চয়েস টিকে আছে।

শরীফ সিজানুর রহমান

এর মালিকানা ও পরিচালনায় আছেন শরীফ সিজানুর রহমান। পূর্বে তিনি মার্কেটপ্লেসে কাজ করতেন, পাশাপাশি শখের মোটর বাইক নিয়ে বাংলাদেশের নানা প্রান্ত ভ্রমণ করতেন। মোটর বাইকে এই ভ্রমণ পিপাসা ও মোটর বাইকের প্রতি ভালবাসার আসক্তি থেকেই চলে আসেন এই ব্যবসায়ে। 

প্রতিষ্ঠানটি মোটর বাইকের অত্যাবশকীয় উপাদান যেমন- বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল, হেড লাইট, ফগ লাইট, ব্যান্ডেনা, বিভিন্ন ধরণের সুইচ, হর্ন, উইন্ডব্রেকার, নানা ধরণের তালা, হেলমেট, চেইন লুব, ফুয়েল ইনজেক্টর ক্লিনার, অকটেন বুস্টার, ইঞ্জিন ফ্ল্যাশার, গিয়ার অয়েল লুব, বানজি কর্ড, রাইডিং গিয়ার ইত্যাদি সামগ্রী খুচরা বিক্রি করে থাকে। তাছাড়া মাত্র ১৫০ টাকায় ফোমের সাহায্যে মোটর বাইক ওয়াশের ব্যবস্থাও আছে।

রাইডার্স চয়েসে সুজুরি জিক্সার এসএফ সার্ভিসিং করা হচ্ছে

একই সাথে এখানে করা হয় মোটর বাইক সার্ভিসিং। যে কোনো মোটর বাইক সার্ভিসিং এখানে করানো সম্ভব। ইয়ামাহা ১৫ ভি ৩, হোন্ডা সিবিআর ১৫০আর থাই-ইন্দো, সুজুকি জিএসএক্স আর ১৫০আরের মতন বাংলাদেশের সব ধরণের প্রিমিয়াম মোটর বাইক থেকে শুধু করে ৮০, ১০০, ১১০, ১২৫, ১৩৫, ১৫০, ১৬০, ১৬৫ সিসির ফোর স্ট্রোক, টু স্ট্রোক ইঞ্জিনের মোটর বাইকের কাজ করা হচ্ছে। আমি নিজেও এখানে কাজ করাই।

রাইডার্স চয়েসে হোন্ডা সিবি ট্রিগার ফোম ওয়াশ করা হচ্ছে

এখানে কাজ করানোর সবচেয়ে বড় কিছু সুবিধা হচ্ছে- খরচ কিছুটা কম। এছাড়া আশপাশে পার্টসের প্রচুর দোকান আছে। কাজ করার সময় যদি খুচরা পার্টসের দরকার হয় তাহলে এই দোকানের আশপাশ থেকেই তা সহজে পাবার সুযোগ আছে। তাছাড়া মিরপুর ১০ নম্বর বাইক পট্টিও এখান থেকে কাছে। প্রয়োজনে স্বল্প সময়ে সেখানের সহযোগিতাও নেয়া সম্ভব।

সপ্তাহে সোমবার বাদে বাকি সবদিনই খোলা থাকে রাইডার্স চয়েস। প্রয়োজনে তাদের সাথে কথা বলতে পারেন ০১৮১৯৯৩৬৯৯৭ নম্বরে। তাছাড়া যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজেরও মাধ্যমে। পেজ লিংক https://www.facebook.com/riderschoicebd

দেখতে পারেন রাইডার্স চয়েছে আমার ব্যবহৃত বাজাজ পালসার এনএস ১৬০ সার্ভিসের ভিডিওটি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ