LEXIN LX-B4FM Helmet Bluetooth Communicator |
আজকের পোস্টে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করব LEXIN Brand এর LX-B4FM মডেলের একটি Helmet Bluetooth Communicator এর সাথে।
বাংলাদেশে যেসব ব্র্যান্ডের Helmet Bluetooth Communicator এর ব্র্যান্ড ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তার মধ্যে LEXIN একটি।
চলুন জেনে নিই LEXIN Brand এর LX-B4FM মডেলের Helmet Bluetooth Communicator এ কী কী বৈশিষ্ট আছে।
প্রথমে বলি- LEXIN LX-B4FM Helmet Bluetooth Communicator এর Bluetooth version 3.0.
LEXIN LX-B4FM Helmet Bluetooth Communicator এর বাক্সে থাকা সব মালামাল |
LX-B4FM এর মাধ্যমে ১০জন মোটর সাইকেল রাইডারের সংগে Bluetooth এর মাধ্যমে যুক্ত থেকে পরষ্পর কথা বলা যাবে। তবে একজন থেকে আরেকজনের দূরত্ব ১.২ মাইলের মধ্যে থাকতে হবে।
অন্যদিকে, এই ১০জন মোটর সাইকেল রাইডারের কাছে LX-B4FM থাকতে হবে। অবশ্য না থাকলেও সমস্যা নেই। যদি LEXIN এর অন্য মডেলের Helmet Bluetooth Communicator থাকে, তাহলেও চলবে।
এখন প্রশ্ন আসে, যদি টি ম্যাক্স বা অন্য ব্র্যান্ডের Helmet Bluetooth Communicator হয়, তখন কী LEXIN LX-B4FM এর সাথে ব্লুটুথ দিয়ে যুক্ত করা যাবে? এ প্রশ্নের উত্তর দেব অন্য একটি পোস্টে।
আপাতত তত শুধু LEXIN LX-B4FM এর বৈশিষ্ট নিয়ে এই পোস্টে থাকি।
LEXIN LX-B4FM এর অন্য বৈশিষ্টগুলো হচ্ছে, Bluetooth দিয়ে Android or iPhone এর সাথে যুক্ত থেকে স্মার্টফোনে আসা কল রিসিভ ও গানশোনা যাবে।
এর মধ্যে দুটো স্পিকার রয়েছে, যা হেলমেটের ডান ও বাম দিকে বসাতে হবে। স্পিকারের আকৃতি ৩৬মিমি. এবং সাউন্ড নয়েজ ক্যান্সেলিং।
অন্যদিকে এটি ওয়াটার রেসিসট্যান্ট, ব্যাটারি ৮০০ এম্পিয়ার, যা এক টানা ১৫ ঘণ্টা সাপোর্ট দিতে সক্ষম (কোম্পানির দাবি), চার্জিং পোর্ট টাইপ সি।
বাজারে LEXIN LX-B4FM পাওয়া যাচ্ছে ৭৫০০ টাকা বা এর কিছু কমবেশি মূল্যে। কোনো কোনো বিক্রেতা এর সাথে দিচ্ছে ২ বছর ওয়ারেন্টি সুবিধা। কেনার সময় অবশ্যই বিক্রেতার কাছ থেকে ওয়ারেন্টির বিষয়ে কথা বলে নিবেন।
0 মন্তব্যসমূহ
Thanks For Comment.