শীতের হিমেল বাতাসে মোটর সাইকেল চালানো বেশ কষ্টসাধ্য। মোটর বাইকারকে পা থেকে মাথা পর্যন্ত শীত প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করতে হয়। না হলে কিন্তু খবর আছে।
আজকের পোস্টে শীত প্রতিরোধী কিছু হ্যান্ড গ্লাভস নিয়ে আলোচনা করব। যেগুলো শুধু এই পোস্টেই নয়, বাস্তবেও কঠিন শীত প্রতিরোধী। চলুন পরিচিত হই সেসবের সাথে।
এক নম্বরে নিয়ে এলাম মটোবয় ব্রান্ডের জিএল ০২ মডেলের গ্লাভস। আমি একটিকে বালিশ গ্লাভস বলি। আসলেই এটি যেন বালিশই। হাতে নিলে বুঝতে পারবেন। এটা কতটা পুরু এবং নরম।
গ্লাভসটি কিন্তু মারাত্মক শীত প্রতিরোধী। একটি বদ্ধ জায়গায় আমি এটি হাতে দিয়ে রাখার কয়েক সেকেন্ডের মধ্যে হাত ঘেমে যায়। মনে এটি পরিধান করে বাংলাদেশের েউত্তরবঙ্গের শীতের সাথে লড়াই করে জয়ী হওয়া সম্ভব। এর সীমানা আঙ্গুল থেকে একবারে কবজি পর্যন্ত উঠে যায়।
এর সেলাই বেশ ভাল মনে হয়েছে। তাছাড়া উপরিভাগের কাপড় দিয়ে সহজে পানি প্রবেশ করার মতন নয়। বাতাস তো প্রবেশই করতে পারবে না। ভেতরের অংশে কম্বলের মতন তুলতুলে কাপড় দেয়া। তালু ও আঙ্গুলের দিকের কাপড় ও সেলাইও বেশ চমৎকার।
তাছাড়া এর মধ্যে কিছু সুরক্ষার ব্যবস্থাও আছে, যা মোটর বাইকরকে দুর্ঘটনার জখম থেকে সুরক্ষা বা জখমের মাত্রাকে কমিয়ে আনতে সক্ষম।
এর মূল্য ২৫০০ টাকা।
এরপরে আনলাম স্কয়কো ব্র্যান্ডের এমসি ৭৮ মডেলের গ্লাভস। বেশ প্রিমিয়ামভাব দেয়া হয়েছে স্কয়কো এমসি ৭৮ এ। এতে লেদার, ম্যাশ কাপড়, রাবার, কার্বন ফাইবার, পিচ্ছিল প্রতিরোধী কাপড় ইত্যাদির ব্যবহার রয়েছে।
এর মধ্যে সেফটি ফিচার যথেষ্ট ভাল দেয়া হয়েছে। এতে ম্যাশ কাপড় থাকলেও ভেতর দিক থেকে এমনভাবে বানানো হয়েছে যে, বাতাস খুব খুব সামান্য প্রবেশ করে। সুতরাং বলা যাচ্ছে এটি দিয়ে কড়া শীতের সাথে সহজে লড়াই করা সম্ভব।
এর দাম ৩৫০০ টাকা বা তার আশপাশে। পাওয়া যাচ্ছে কালো ও লাল রঙে।
এবার ভিমার ৩০৯এল এর পালা। সেলাই-সুতা এবং ভেলকো বাদে এই গ্লাভস পুরাটাই চামড়ার তৈরি। একদিকে সুরক্ষার জন্য রয়েছে কার্বন ফাইবার। এতে ব্যবহৃত চামড়া বেশ ভালমানের, বেশপুরু এবং একটু ভারী।
সুতরাং বোঝাই যায়, এর মধ্যে বাতাস প্রবেশ করার ব্যবস্থা নেই। বাংলাদেশের উত্তরবঙ্গের কঠিন শীতও এটি দিয়ে মোকাবিলা করা সম্ভব।
এর মূল্য ২৫০০ টাকা বা এর আশপাশে।
এটি কিন্তু বেশ দীর্ঘস্থায়ী জিনিস। একটু যত্ন করে রাখলে প্রতি শীতে এটি ব্যবহার করা সম্ভব। এভাবে অনায়াসে অনেকগুলো শীত মৌসুম এটি দিয়ে পার করে পয়সা উসুল+বোনাস লাভ সম্ভব।
এবার ৩০৫ হ্যান্ড গ্লাভসের পালা। এটিও কিন্তু শীত ঠেকানোর মতন ভাল সামর্থ রাখে। এর উপাদানের মধ্যে আছে চামড়া, বাতাস, পানি প্রতিরোধী কাপড়, রাবার, কার্বন ফাইবার এবং পিচ্ছিল প্রতিরোধী কাপড়।
যারা হালকা-পাতলা শীত প্রতিরোধী গ্লাভস চান, তাদের জন্য একটা সবচেয়ে ভাল একটি জিনিস হতে পারে। এর গায়ে ছোট ছোট ছিদ্র আছে বটে, কিন্তু এটি দিয়ে বাতাস প্রবেশ করে না। এতে বেশভাল সুরক্ষার বৈশিষ্টও রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thanks For Comment.