বিভিন্ন ব্র্যান্ডের একশন ক্যামেরা |
মটোভ্লগ তো একশন ক্যামেরা ছাড়া ভাবাই যায় না। তাছাড়া ট্রাভেল ভ্লগ, ফুড ভ্লগসহ নানা ভ্লগ বা ভিডিও ধারণের কাজে আজকাল একশন ক্যামেরা প্রচুর ব্যবহার হতে দেখা যায়।
বাংলাদেশে একশন ক্যামেরার বাজার বৃহৎ আকার ধারণ করেছে। বিশ্বের নামকড়া ব্র্যান্ডের লেটেস্ট একশন ক্যামেরাগুলোও বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে।
সবার প্রথমে শুরু করছি, কম দামের ক্যামেরার ব্র্যান্ড দিয়ে।
EKEN: এক সময় বাংলাদেশে একশন ক্যামেরা মানেই ছিল ইকেন। বিশেষ করে ইকেনের এইচ ৯আর ক্যামেরা। দাম অনুপাতে ক্যামেরাটি তার মানের কারণে ব্যবহারকারীদের হাতে হাতে ছিল। এতে ৪কে রেজুলেশন পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়।
বর্তমানে ক্যামেরাটির দাম চলছে সাড়ে চার হাজার টাকা থেকে চার হাজার ৮৯০ টাকা।
Eis বা electronic image stabilization সমৃদ্ধ একটি ক্যামেরা ইকেনের এইচ৬এস। ইআইএসের কারণে ভিডিও রেকর্ডের সময় ঝাঁকুনি ফুটে উঠে না। ফোরকে রেজুলেশন পযন্ত এটি দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। এর দাম চলছে ৬ হাজার ৭০০ থেকে ৭ হাজার টাকা।
EKEN H5S PLUS এর দাম চলছে ৮ হাজার ৫০০ থেকে ৯ হাজার টাকার মধ্যে।
ইকেনের যেসব একশন ক্যামেরা বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে, তার মূল্য আপাতত জানানো শেষ। এবার শুরু করব জনপ্রিয় আরেকটি একশন ক্যামেরার ব্যান্ড SJCAM এর বিভিন্ন মডেলের বর্তমান দাম লিখা।
SJCAM : এই ব্র্যান্ডের জনপ্রিয়তা রয়েছে বটে। কিন্তু সে তুলনায় ব্যবহারকারীর সংখ্যা বেশ কম। অথচ ব্র্যান্ডটি যথেষ্ট পুরাতন ও পরিচিতি লাভ করেছে বাংলাদেশে একশন ক্যামেরা ব্যবহারকারীদের কাছে।
SJCAM এর নাম উচ্চারণ করলে যে একশন ক্যামেরাটি চোখের সামনে ভেসে উঠে, সেটি হচ্ছে SJ6 Legend. একসময় বাংলাদেশে কম দামে একমাত্র ক্যামেরা ছিল এটাই, যেটাতে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা যায়। শুধুমাত্র এই কারণে বাংলাদেশের মটোভ্লগারদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল এর।
বর্তমানে SJ6 Legend এর দাম চলছে ৯ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে।
ডুয়েল স্ক্রিন সুবিধাযুক্ত SJCAM SJ8 PLUS এর দাম চলছে ১৫ হাজার থেকে সাড়ে ১৫ হাজারের মধ্যে।
এসজে ক্যাম একশন ক্যামেরার যে মডেলই নিন না কেন, প্রতিটির বক্সের ভেতরে পাবেন একগাদা এক্সেসরিজ। ফলে এক্সেসরিজের পেছনে আলাদা অর্থ খরচের কোনো দরকার পড়ে না।
এবার প্রবেশ করলাম বিশ্বব্যাপী খুব আলোচিত Insta এর একশন ক্যামেরার দরদামের কথাবার্তায়। 360 ডিগ্রির জন্যই ইন্সটার নাম দ্রুত ছড়িয়েছে বিশ্বজুড়ে। একইসাথে বেড়েছে জনপ্রিয়তা ও ব্যবহারকারী।
বর্তমানে এর দাম ২৭ থেকে ৩০ হাজারের মধ্যে।
Insta360 One X এর পরে বাজারে আসে Insta360 ONE X2. বর্তমানে এর দাম চলছে ৪৩ হাজার থেকে ৪৩ হাজার ৫০০ টাকা।
অপরটি ৩৬০ ডিগ্রি লেন্স।
বর্তমানে এর দাম চলছে ৩৬ থেকে ৩৮ হাজার টাকা।
এর লেন্স লাইকা। এটি খুবই ক্ষমতা সম্পন্ন। তাই এর দাম Insta360 ONE R সিরিজের মধ্যে সবচেয়ে বেশি। এর লেন্স দিয়ে একমুখী ভিডিও করা যায়।
এর বর্তমান মূল্য ৩৪ থেকে ৩৮ হাজার টাকা।
Dji: ডিজেআই বিখ্যাত ড্রোনের জন্য। একশন ক্যামেরায় তারা অন্য ব্রান্ডের মতন এত খাই খাই নয়। তাদের মোট একশন ক্যামেরার সংখ্যা মাত্র দুটো। কিন্তু এ দুটোই খানদানি জিনিস।
শুধু লেন্স যুক্ত সংস্করণের দাম ৪৪ থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত এবং রিয়ার ডিসপ্লেসহ সংস্করণের দাম ৫০ হাজার টাকার উপরে।
Gopro: সবার শেষে নিয়ে এলাম বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে থাকা একশন ক্যামেরার ব্র্যান্ড Gopro নিয়ে। বর্তমানে একশন ক্যামেরা ব্যবহারকারীদের কাছে একশন ক্যামেরা মানেই গোপ্রো।
0 মন্তব্যসমূহ
Thanks For Comment.