Header Ads Widget

Responsive Advertisement

হাউজি কেএ ১৩৫ এর মাইলেজ জানুন (ভিডিওসহ)


বাংলাদেশের খুব আনকমন চাইনিজ ব্র্যান্ড হাউজি কমিউটার মোটর সাইকেল কেএ ১৩৫। এটি বর্তমান বাংলাদেশের একমাত্র মোটর সাইকেল যার সিসি ১৩৫।

গত ২৭ নভেম্বর ২০২১ এ মোটর সাইকেল পেয়ে যাই মাইলেজ টেস্ট করার জন্য। এটা দিয়ে মোট দুইটা মাইলেজ টেস্টের ভিডিও করি। একটি পেট্রল এবং একটি অকটেন দিয়ে।

ঢাকা শহরের প্রধান সড়কে ১০০ মিলি. পেট্রল দিয়ে চালাতে সক্ষম হই ৪.৫ কিলোমিটার। অর্থাৎ এক লিটার পেট্রল দিয়ে মোট মাইলেজ পেয়ে যাই ৪৫ কিলোমিটার। অন্যদিকে, ১০০ মিলি. অকটেনে ঢাকা শহরের প্রধান সড়কে চালাতে পেরেছি ৪.২ কিলোমিটার। তার মানে এক লিটার অকটেনে পেলাম ৪২ কিলোমিটার।

পেট্রল এবং অকটেন- উভয় ফুয়েল দিয়ে একই রাস্তায় চালানো হয়েছে। মোটর সাইকেলটি ব্রেক ইন পিরিয়ডে থাকা সত্বেও নিয়ম ভঙ্গ করে হাই আরপিএমে রাইড করে এই ফলাফল পাওয়া গেছে।

তাহলে দেখা গেল, অকটেনের চেয়ে পেট্রলেই বেশি মাইলেজ এসেছে। তবে এ কারণে বলছি না, এ মোটর সাইকেলে জ্বালানি হিসেবে পেট্রল ব্যবহার করতে। যেহেতু কেএ ১৩৫ লো পারফরম্যান্সের মোটর সাইকেল, সে হিসেবে এটার ইঞ্জিনের জন্য পেট্রলই আদর্শ জ্বালানি।

তবে ১৩৫ সিসির মোটর সাইকেল হিসেবে পেট্রলে ৪৫ ও অকটেনে ৪২ কিলোমিটার মাইলেজ আমার কাছে একটু কম মনে হয়েছে। যদিও মোটর সাইকেলটি ব্রেক ইন পিরিয়ডে রয়েছে। আশা করি, ব্রেক ইন পিরিয়ড সফলভাবে অতিক্রম করা হলে মাইলেজ আরও বাড়বে।

তাছাড়া ভাল মাইলেজের সাথে অনেক অনেক বিষয় জড়িত। যেমন- ফুয়েলের মান ও পরিমাপ, রাইডিং স্টাইল, রাস্তার অবস্থা, চেইন স্পোকেট-এয়ার ফিল্টারের অবস্থা ইত্যাদি।

বলা বাহুল্য- আমি যে ফলাফল পেয়েছি, আপনারাও যে একই ফলাফল পাবেন, তা মোটেও নয়। আপনারা আরও বেশি বা কম পেতে পারেন। আমি একটু ধারণা অর্জন করে আপনাদের মাঝে শেয়ার করলাম মাত্র।


ধন্যবাদ সবাইকে।


পোস্ট ভাল লাগলে শেয়ার করবেন।


** দেখুন- 


*হাউজুয়ে কেএ ১৩৫ পেট্রল দিয়ে কতটুকু যেতে পারে


*হাউজুয়ে কেএ ১৩৫ অকটেন দিয়ে কতটুকু যেতে পারে


*চালাতে কেমন লাগে হাউজুয়ে কেএ ১৩৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ