Header Ads Widget

Responsive Advertisement

জমকালো আয়োজন ছিল ক্রিসেন্ট এন্টারপ্রাইজের ৫ বছর পূর্তি অনুষ্ঠান


বেশ উৎসব মুখর পরিবেশে, জমকালোভাবে উদযাপন করা হলো ক্রিসেন্ট এন্টারপ্রাইজ (মিরপুর ৬০ফিট) এর ৫ বছর পূর্তি। বাংলাদেশে ইয়ামাহা মোটর সাইকেলের সবচেয়ে বড় শোরুম এটি।

গত ২৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি এক টানা চলে তেজগাঁও বিজিপ্রেস স্টাফ কোয়ার্টার মাঠে।

ক্রিসেন্ট এন্টারপ্রাইজের ক্রেতা, মোটর সাইকেল বিষয়ক গঠিত বিভিন্ন ক্লাব বা সংগঠনের কর্তা ব্যক্তি, মটোভ্লগার, ব্যবসায়ী, সমাজর্কমী, আইনজীবীসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ ক্রিসেন্ট এন্টারপ্রাইজের আমন্ত্রণে সাড়া দিয়ে সানন্দে হাজির হন ৫ বছর পূর্তি অনুষ্ঠানে।

প্রত্যেক অংশগ্রহণকারীকে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এর ৫ বছর পূর্তি উপলক্ষ্যে ছাপানো টিশার্ট প্রদান করা হয়।

এসিআই মটরসের জোনাল ম্যানেজার শেখ মামুন ও মার্কেটিং অফিসার নাজমুস সাকিবের উপস্থাপনায় মঞ্চে বক্তব্য প্রদান করেন- ইয়ামাহা মোটর সাইকেলের পরিচালক (বিক্রয়) জাকির হোসেন, ক্রিসেন্ট এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া মামুন, ইয়ামাহা মোটর সাইকেলের উপ-ব্যবস্থাপক (সার্ভিস) রোকন সরকার, এসিআই মটরসের মার্কেটিং ম্যানেজার হুসাইন মোহাম্মদ ও  ইয়ামাহা মোটর সাইকেলের ব্র্যান্ড ম্যানেজার জাহিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে মোটর সাইকেল বিষয়ক ২৫টি গ্রুপকে ক্রেস্ট প্রদান করে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ।

এসব হচ্ছে- ইয়ামাহা রাইডার্স ক্লাব- ঢাকার মিরপুর, পল্টন, খিলগাঁও শাখা।

আরও আছে- সিএমবিডি, বিডি ওয়ারিঅর্স, আরপিএম, এফজেডএস/ফেজার এফাই ক্লাব বিডি, আর লাভার্স, মিরপুর বাইকার্স, ঢাকা ক্যান্টনম্যান্ট বাইকার্স ক্লাব, মটো রাইডার্স ক্লাব, বিডি মোটর সাইকেল ক্লাব, বাংলাদেশ ক্লাব বাইকার্স, ট্যুর ৩৬৫ ফ্যামিলি বাইকার গ্রুপ, বাংলাদেশ সচেতন বাইকার্স ক্লাব, দেশি বাইকার, বাইকবিডি, কিউরিয়াস বাইকার, কেবি রাইডার্স, সাভার বাইকার্স, উত্তরা বাইকার্স, মোহাম্মদপুর বাইকার্স, পিইউডব্লু, বাংলাদেশি বাইকার্স, দ্যা ইনক্রিডিবল ৯-১১।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মাঠেই বেশ কয়েকপদের খাবারের ব্যবস্থা করে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ। ছিল শীতের চিতই পিঠা, ঝাল মুড়ি, চটপটি এবং রাতের খাবার হিসেবে ছিল বিরিয়ানির সাথে মুরগি ও খাসির মাংস।

অনুষ্ঠানে অন্তত ৫০০জন অংশ নেন। এতে করে অনুষ্ঠানস্থলটি ভরপুর জমজমাট হয়ে উঠে।

May be an image of 3 people, motorcycle and outdoors

যেদিন ক্রিসেন্ট এন্টারপ্রাইজের ৫ বছরপূর্তি উদযাপন করা হয়, সেদিন ছিল খ্রিস্টান ধর্মের সবচেয়ে উৎসব বড়দিন। এজন্য অনুষ্ঠানস্থলের একদিকে বড়দিন মঞ্চ সাজানো হয়। সেখানে একজন নারী ও পুরুষকে দেখা যায়- সান্তাক্লজের সাজে। তাদের সাথে অনেক মানুষ ছবি তুলে মূহুর্তটিকে স্মৃতি হিসেবে নিয়ে যান।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রিকালীন ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। শেয়ার করার মাধ্যমে ওয়েবসাইটকে সমর্থন করবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ