আজকের পোস্টে আপনাদের জানাব বাংলাদেশের বাজারে পাওয়া যায়- এমন কিছু হর্নের কিছু বৈশিষ্ট ও দরদাম সম্পর্কে।
তবে আসল কথা শুরু আগে, হর্ন সম্পর্কে কিছু প্রসঙ্গিক কথা না বললে হচ্ছেই না। প্রতিটি জ্বালানি চালিত যানবাহনের জন্য হর্ন অতিগুরুত্বপূর্ণ একটি উপাদান। যা দিয়ে অন্য যানবাহন, পথচারি ইত্যাদিকে সংকেত প্রদান সহজেই সম্ভব। তবে আমাদের মাঝে অনেক ধরণের যানবাহন চালককে দেখা যায়, যানবাহন, পথচারি ইত্যাদিকে সংকেত প্রদানের নামে শব্দদূষণ সৃষ্টি করে পরিবেশ দূষণ ঘটায়। তাছাড়া এমন সব হর্ন ব্যবহার করে, যা এমন উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে যে, এটি শব্দদূষণ ঘটায়। তাছাড়া সাম্প্রতিক সময়ে দেখা যায়- মোটর বাইকে এমন সব উচ্চ শব্দের হর্ন ব্যবহার করা হয়, যা মোটর বাইকে ব্যবহারের জন্য বানানো হয়নি।
আজকের পোস্টে যেসব হর্নের ব্যাপারে তথ্য দিচ্ছি, এগুলোর সব হর্ন মোটর বাইকের জন্য উপযোগি নয়। সব ভেঙে বলছি বিস্তারিততে।
পি৬৫ সিঙ্গেল হর্ন
পি৬৫ সিঙ্গেল হর্ন: অল্প টাকার মধ্যে বেশ ভাল একটি হর্ন এটি। এর ভোল্ট ১২। এম্পিয়ারের ব্যাপারে কোনো তথ্য পাইনি প্যাকেটে। বর্তমানে এর দাম ১৩০ থেকে ১৫০টাকা। এটি বাংলাদেশে বানানো হচ্ছে। এর শব্দ সম্পর্কে আমারই ধারণা আছে। আমি এটি ব্যবহার করি। আমি এর শব্দ পেয়েছে বেশ তীক্ষ্ম। সহজেই অন্য যানবাহন, পথচারি ইত্যাদিকে সংকেত দিতে পারি। এটা মোটর বাইকে ব্যবহারের জন্য বেশ উপযোগী একটি হর্ন। এটি ব্যবহার করলে আলাদা করে রিলে ব্যবহারের প্রয়োজন পড়বে না।
ডি৭০ ডাবল হর্ন
ডি৭০ ডাবল হর্ন: বাংলাদেশে খুব জনপ্রিয় ও ব্যবহৃত ইন্ডিয়ান হর্ন এটি। এক প্যাকেটে দুটো হর্ন থাকে। ১২ ভোল্ট ২.৫ এম্পিয়ার ডিসি বিদ্যুৎ লাগে এটি ব্যবহার করতে। এটি ১০৫ থেকে সর্বোচ্চ ১১২ ডেসিবল শব্দ উৎপন্ন করতে পারে। মোটর বাইকের জন্য যারা ডাবল হর্ন খোঁজেন, তাদের জন্য এটি আদর্শ একটি হর্ন। এর শব্দ বেশ জোরালো, যা দিয়ে সহজেই অন্য যানবাহন, পথচারি ইত্যাদিকে সংকেত দেয়া সম্ভব। এটি ব্যবহার করলে আলাদা করে রিলে ব্যবহারের প্রয়োজন পড়তে পারে। এ ব্যাপারে মেকানিকের সাথে কথা বলে নিন। বর্তমানে এর মূল্য চলছে ৪৩০ থেকে ৪৫০ টাকা।
কায়ির শামুক আকৃতির হর্ন
কায়ির শামুক আকৃতির হর্ন : এটি কোরিয়ার ব্র্যান্ড। একটি টিনের বাক্সে দুটো থাকে। এটি চালাতে ১২ ভোল্ট ও ২.৭ এম্পিয়ার ডিসি বিদ্যুৎ প্রয়োজন। এটি একই সাথে পানি প্রতিরোধী। শামুক আকৃতির এই হর্ন ১১৫ ডেসিবল শব্দ উৎপাদন করতে সক্ষম। যা পরিবেশ দূষণের জন্য যথেষ্ট। এই হর্ন প্রতিজোড়া ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মোটর বাইকে এটি ব্যবহার করতে চাইলে রিলে প্রয়োজন পড়বে।
পাওয়ার হর্ন (ওডিএল ১৬১)
পাওয়ার হর্ন (ওডিএল ১৬১): কালো হলুদ কাগজের প্যাকেটে দুটো থাকে শামুক আকৃতির চায়না পাওয়ার হর্ন। এটি চালাতে ১২ ভোল্ট ও ২.৩ এম্পিয়ার ডিসি বিদ্যুৎ প্রয়োজন। এই হর্ন ১১২ ডেসিবল শব্দ উৎপাদন করতে সক্ষম। এই হর্ন প্রতিজোড়া ১১৭০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। মোটর বাইকে এটি ব্যবহার করতে চাইলে রিলে প্রয়োজন পড়বে।
মিনিডিস্ক হর্ন
মিনিডিস্ক হর্ন: সাদা প্লাস্টিকের বাক্সে খুব টাইটফিটভাবে প্যাকেট করা থাকে দুটো শামুক আকৃতির মিনিডিস্ক হর্ন। এটি চালাতে ১২ ভোল্ট ও ২.২ এম্পিয়ার ডিসি বিদ্যুৎ প্রয়োজন। এই হর্ন ১১২ ডেসিবল শব্দ উৎপাদন করতে সক্ষম। এই হর্ন প্রতিজোড়া ৫৩০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। মোটর বাইকে যদি এসব ব্যবহার করা হয়, তাহলে রিলে প্রয়োজন।
মিস্টার হর্ন
মিস্টার হর্ন: চারকোনা কাগজের হলুদ প্যাকেটে থাকে একজোড়া মিস্টার হর্ন। এটি চাইনিজ পণ্য। শামুক আকৃতির এই হর্ন চালাতে ১২ ভোল্ট ও ২.৭ এম্পিয়ার ডিসি বিদ্যুৎ প্রয়োজন। এই হর্ন ১১২ ডেসিবল শব্দ উৎপাদন করতে সক্ষম। এই হর্ন প্রতিজোড়া ৭৩০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। মোটর বাইকে যদি এসব ব্যবহার করা হয়, তাহলে রিলে প্রয়োজন।
পাওয়ার হর্ন (জেটিএল ৬০বি)
পাওয়ার হর্ন (জেটিএল ৬০বি): কালো নীল কাগজের প্যাকেটে দুটো থাকে শামুক আকৃতির চায়না পাওয়ার হর্ন (জেটিএল ৬০বি)। এটি চালাতে ১২ ভোল্ট ও ২.৭ এম্পিয়ার ডিসি বিদ্যুৎ প্রয়োজন। এই হর্ন ১১৮ ডেসিবল শব্দ উৎপাদন করতে সক্ষম। এই হর্ন প্রতিজোড়া ৬৩০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। মোটর বাইকে যদি এসব ব্যবহার করা হয়, তাহলে রিলে প্রয়োজন।
সতর্কতা: কায়ির শামুক আকৃতির হর্ন, পাওয়ার হর্ন (ওডিএল ১৬১), মিনিডিস্ক হর্ন, মিস্টার হর্ন, পাওয়ার হর্ন (জেটিএল ৬০বি)- এসব শব্দ দূষণের জন্য যথেষ্ট। মোটর বাইকে অনেকে এই হর্ন ব্যবহার করেন, কিন্তু মূলতঃ এগুলো বের করা হয়েছে, চার চাকার যানবাহনে ব্যবহারের জন্য। মোটর বাইকে এই হর্ন ব্যবহার পরিবেশ দূষণকে আরও বাড়িয়ে দিচ্ছে। জ্বালানি চালিত দুই চাকার একটি যানবাহনে এসব হর্নের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে বর্তমানে ট্রাফিক পুলিশ মোটর বাইকে হর্ন ব্যবহারের বিরুদ্ধে। ফলে এসব ব্যবহার করলে মামলা হতে পারে।
0 মন্তব্যসমূহ
Thanks For Comment.