স্পাইডার ম্যানের নাম মুখে আনলেই ভেসে আসে বিশেষ শক্তি সম্পন্ন একজন ব্যক্তির কথা, যে মাকড়শার মতন এখান থেকে ওখানে যেতে পারতেন এবং অন্যায়ের দাঁত গুঁড়িয়ে দিতেন। টম হল্যান্ড অভিনীত এই সিনেমার পাগল আজও বিশ্বের যত্রতত্র।
এমন অবস্থার মধ্যে ভারতের বাজারে স্পাইডারম্যানপ্রেমীদের জন্য সুসংবাদ দিলো ভারতীয় মোটর বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান টিভিএস (TVS)। তারা Ntorq 125 স্কুটারের Spider Man সংস্করণ বের করে ফেলেছে।
২০২০ সালের অক্টোবরে মার্ভেল সুপার হিরো থেকে অনুপ্রাণিত হয়ে Ntorq 125 স্কুটারের আয়রন ম্যান, ব্ল্যাক প্যান্থার এবং ক্যাপ্টেন আমেরিকার গ্রাফিক্সযুক্ত মডেল বের করেছিল। অফিসিয়ালি এসবের নাম ছিল Super Squad এডিশন।
ভারতের বাজারে Spider-Man ও Thor ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮৪,৮৫০ রূপি। TVS Ntorq 125 স্কুটারের নতুন সংস্করণগুলো উদ্বোধন করতে ডিজনি ভারত কনজিউমার প্রোডাক্ট ব্যবসায়ের সাথে হাত মিলিয়েছে টিভিএস, যা রেস টিউনড ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তিসহ ভারতের প্রথম ব্লুটুথ সংযোগকারী স্কুটার হতে যাচ্ছে।
TVS Ntorq 125 Spider Man সংস্করণে লাল ও নীর রঙের রংয়ের স্টিকার গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। যা হুবহু স্পাইডার ম্যানের পোশাক। Spider Man সংস্করণে বডি প্যানেলে মাকড়শার জালের মতো গ্রাফিক্স ও সাইড প্যানেলে স্পাইডার থিম দিয়ে সাজানো হয়েছে। ওদিকে, TVS Ntorq 125 Thor সংস্করণে কালো ও সিলভার রংয়ের মিশ্রণ ও থরের হাতুড়ির থিম দেয়া হয়েছে।
নতুন দুই সংস্করণে এনটর্ক ১২৫ এর পূর্বের মডেলগুলির মতোই বৈশিষ্ট দেয়া হয়েছে। এনটর্ক ১২৫ স্পাইডার-ম্যান ও থর মডেল গতি দেবে ১২৫ সিসির ইঞ্জিনে। যা থেকে ৯.২ বিএইচপি শক্তি ও ১০.৫ এনএম টর্ক আসবে। বিশেষ ফিচারগুলোর মধ্যে আছে- এলইডি হেডল্যাম্প, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ভয়েস-অ্যাসিস্ট এবং রেস ও স্ট্রিট রাইডিং মোড।
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। শেয়ার করার মাধ্যমে ওয়েবসাইটকে সমর্থন করবেন।
2 মন্তব্যসমূহ
কিন্তু ভাই, এইগুলো এদেশে আনবে না।
উত্তরমুছুনহ্যাঁ, না আনারই কথা
মুছুনThanks For Comment.