Header Ads Widget

Responsive Advertisement

বিভিন্ন এ্যাকশন ক্যামেরার ব্যাটারি ও চার্জিং হাবের দাম

বাংলাদেশে প্রচলিত কিছু একশন/এ্যাকশন/অ্যাকশন ক্যামেরার ব্যাটারি ও এসবের চার্জারের দাম জানানো হবে এই পোস্টে। মার্কেট-ব্যবসায়ী, পণ্যের মান, কোনো অফারভেদে এসবের দাম ভিন্ন হতে পারে।


ইকেন একশন ক্যামেরার 
ব্যাটারি

শুরু করছি ইকেনের ব্যাটারি ও চার্জার দিয়ে। উপরের ছবিটি লক্ষ্য করুন, এই ব্যাটারি ইকেন একশন ক্যামেরার। ইকেনের সব মডেল তো বটেই, একই সাথে আকাসো ভি৫০ এক্স ও এসজে ক্যাম এসজে ৪ সিরিজের সব একশন ক্যামেরায় এই ব্যাটারি ব্যবহার করা যাবে। এর ক্ষমতা ১০৫০ এমএএইচ। প্রতিপিস ব্যাটারির দাম ৪০০ টাকার মতন।

 


ইকেন একশন ক্যামেরার ব্যাটারির চার্জিং হাব

উপরের ছবি লক্ষ্য করুন। এটি এই ব্যাটারির চার্জিং হাব। দুটো ব্যাটারি একত্রে চার্জ করা যাবে। শুধুমাত্র হাবের দাম ৪০০ টাকার মতন। তবে কোনো কোনো ব্যবসায়ী দুটো ব্যাটারি ও চার্জিং হাব একত্রে কম্বো প্যাক করে বিক্রি করেন। এক্ষেত্রে দাম পড়তে পারে ১২০০ টাকার মতন।

 


ডিজেআই অজমো একশন ক্যামেরার টেলিসিন ব্র্যান্ডের ব্যাটারি

উপরের ছবি লক্ষ্য করুন। এটি ডিজেআই অজমো একশন ক্যামেরার থার্ড পার্টি ব্যাটারি। এই ব্যাটারির ব্র্যান্ড টেলিসিন। ১৩০০ এমএএইচ ক্ষমতার এই ব্যাটারির খুচরা মূল্য ১৩০০ টাকার মতন।

 


ডিজেআই অজমো একশন ক্যামেরার টেলিসিন ব্র্যান্ডের ব্যাটারি চার্জিং হাব

উপরের ছবি ডিজেআই অজমো একশন ক্যামেরার থার্ড পার্টি ব্যাটারি চার্জার। এটি টেলিসিনের। একসাথে তিনটি ব্যাটারি চার্জ করা যাবে। এর দাম ১৫০০ টাকার মতন। কোনো কোনো ব্যবসায়ী দুটো ব্যাটারি ও চার্জিং হাব একত্রে কম্বো প্যাক করে বিক্রি করেন। এক্ষেত্রে দাম পড়তে পারে ৩০০০ টাকার মতন।

 


ওয়াই আই ৪কে ক্যামেরার ব্যাটারি

আরও পড়ুন : কোন একশন ক্যামেরার কত দাম (Update)

ওআই ৪কে ক্যামেরার ব্যাটরি উপরের ছবিটি। ওআই ৪কে ক্যামেরাসহ এই ব্র্যান্ডের সব একশন ক্যামেরার উৎপাদন কয়েক বছর আগেই বন্ধ। এজন্য এর ব্যাটারিসহ অন্য মালামাল পাওয়া কষ্টকর। ছবিতে উল্লেখিত ওআই ৪কে ক্যামেরার এই ব্যাটারির খুচরা মূল্য ৭০০ টাকা পড়তে পারে। এর ক্ষমতা ১৪০০ এমএএইচ।


ওয়াই আই ৪কে ক্যামেরার ডুয়েল ব্যাটারি চার্জার

এর ডুয়েল ব্যাটারি চার্জারের দাম পড়তে পারে ৮৫০ টাকা। কোনো কোনো ব্যবসায়ী দুটো ব্যাটারি ও চার্জিং হাব একত্রে কম্বো প্যাক করে বিক্রি করেন। এক্ষেত্রে দাম পড়তে পারে ১৪০০ টাকার মতন।

ওয়াই আই ২কে ক্যামেরার ব্যাটারি ও ডুয়েল ব্যাটারি চার্জার


ওয়াই আই ২কে এর ব্যাটারি একপিস বিক্রি করা হচ্ছে ৪০০ টাকার মধ্যে। চার্জারের দাম ৬৫০ টাকা।দুটি ব্যাটারি ও একটি চার্জার একত্রে ১২০০ টাকা পর্যন্ত নিতে পারে।

 


এসজে ক্যাম এর এসজে৬ সিরিজের ব্যাটারি

আরও পড়ুন :Telesin LAV02 পারবে Boya By m1 এর সাথে পাল্লা দিতে?

উপরের ছবিটি এসজে ক্যাম এর এসজে৬ সিরিজের সব ক্যামেরায় ব্যবহারযোগ্য। এর ক্ষমতা ১ হাজার এমএএইচ। যার খুচরা মূল্য ৬৫০ টাকা পড়তে পারে।

 


এসজে ক্যাম এর এসজে৬ সিরিজের ডুয়েল ব্যাটারি চার্জার

এর চার্জিং হাবে একসাথে দুটো ব্যাটারি বসিয়ে চার্জ করা যাবে। এর দাম ৭০০ টাকা পড়তে পারে। কোনো কোনো ব্যবসায়ী দুটো ব্যাটারি ও চার্জিং হাব একত্রে কম্বো প্যাক করে বিক্রি করেন। এক্ষেত্রে দাম পড়তে পারে ১৮০০ টাকার মতন।

 


এসজে ক্যাম এর এসজে৮ সিরিজের ব্যাটারি

উপরের ছবিটি এসজে ক্যাম এর এসজে৮ সিরিজের সব ক্যামেরায় ব্যবহারযোগ্য। এর ক্ষমতা ১২০০ এমএএইচ। যার খুচরা মূল্য ৭০০ টাকা পড়তে পারে।

 


এসজে ক্যাম এর এসজে৮ সিরিজের ডুয়েল ব্যাটারি চার্জার

এর চার্জিং হাবে একসাথে দুটো ব্যাটারি বসিয়ে চার্জ করা যাবে। এর দাম ৭৫০ টাকা পড়তে পারে। কোনো কোনো ব্যবসায়ী দুটো ব্যাটারি ও চার্জিং হাব একত্রে কম্বো প্যাক করে বিক্রি করেন। এক্ষেত্রে দাম পড়তে পারে ১৯০০ টাকার মতন।

 


এসজে ক্যাম এর এসজে ১০ ব্যাটারি

উপরের ছবিটি এসজে ক্যাম এর এসজে১০ সিরিজের সব ক্যামেরায় ব্যবহারযোগ্য। এর ক্ষমতা ১৩০০ এমএএইচ। যার খুচরা মূল্য ৭৫০ টাকা পড়তে পারে।

 


এসজে ক্যাম এর এসজে১০ সিরিজের ডুয়েল ব্যাটারি চার্জার

এর চার্জিং হাবে একসাথে দুটো ব্যাটারি বসিয়ে চার্জ করা যাবে। এর দাম ৮০০ টাকা পড়তে পারে। কোনো কোনো ব্যবসায়ী দুটো ব্যাটারি ও চার্জিং হাব একত্রে কম্বো প্যাক করে বিক্রি করেন। এক্ষেত্রে দাম পড়তে পারে ২১০০ টাকার মতন।

 


গোপ্রো হিরো ৫, ৬, ৭, ৮ ব্ল্যাকের টেলিসিনের ব্যাটারি

উপরের ব্যাটারিটি গোপ্রো হিরো ৫, ৬, ৭, ৮ ব্ল্যাকে ব্যবহারযোগ্য। এটি থার্ড পার্টি ব্যাটারি, ব্র্যান্ডের নাম টেলিসিন। ক্ষমতা ১২২০ এমএএইচ, প্রতি পিসের খুচরা দাম পড়তে পারে ৮৫০ টাকা।

 


গোপ্রো হিরো ৫, ৬, ৭, ৮ ব্ল্যাকের টেলিসিন ব্যাটারি চার্জিং হাব

টেলিসিনের কালো রঙের উপরের চার্জিং হাব দিয়ে গোপ্রো হিরো ৫, ৬, ৭, ৮ ব্ল্যাকের তিনটি ব্যাটারি একসাথে চার্জ করা যাবে। এর দাম ১ হাজার টাকা। কোনো কোনো ব্যবসায়ী দুটো ব্যাটারি ও চার্জিং হাব একত্রে কম্বো প্যাক করে বিক্রি করেন। এক্ষেত্রে দাম পড়তে পারে ২৪০০ টাকার মতন।

 


গোপ্রো হিরো ৫, ৬, ৭, ৮ ব্ল্যাকের টেলিসিন এলিন চার্জিং হাব

টেলিসিনের সাদা রঙের উপরের চার্জিং হাব দিয়েও গোপ্রো হিরো ৫, ৬, ৭, ৮ ব্ল্যাকের তিনটি ব্যাটারি একসাথে চার্জ করা যাবে। এটি স্প্ল্যাশ প্রুফ। এর দাম ১৮০০ টাকা। কোনো কোনো ব্যবসায়ী দুটো ব্যাটারি ও চার্জিং হাব একত্রে কম্বো প্যাক করে বিক্রি করেন। এক্ষেত্রে দাম পড়তে পারে ২৭০০ টাকার মতন।

 


গোপ্রো হিরো ৯ ও ১০ ব্ল্যাকের টেলিসিন ব্যাটারি

উপরের ব্যাটারিটি গোপ্রো হিরো ১০ ব্ল্যাকে ব্যবহারযোগ্য। এটি থার্ড পার্টি ব্যাটারি, ব্র্যান্ডের নাম টেলিসিন। ক্ষমতা ১৭৫০ এমএএইচ, প্রতি পিসের খুচরা দাম পড়তে পারে ৯৫০ টাকা।

 


গোপ্রো হিরো ৯ ও ১০ ব্ল্যাকের টেলিসিন ব্যাটারি চার্জিং হাব

টেলিসিনের কালো রঙের উপরের চার্জিং হাব দিয়ে গোপ্রো হিরো ১০ ব্ল্যাকের তিনটি ব্যাটারি একসাথে চার্জ করা যাবে। এর দাম ১৫০০ টাকা। কোনো কোনো ব্যবসায়ী দুটো ব্যাটারি ও চার্জিং হাব একত্রে কম্বো প্যাক করে বিক্রি করেন। এক্ষেত্রে দাম পড়তে পারে ২৯০০ টাকার মতন।

 


গোপ্রো হিরো ৯ ও ১০ ব্ল্যাকের টেলিসিন এলিন চার্জিং হাব

টেলিসিনের সাদা রঙের উপরের চার্জিং হাব দিয়েও গোপ্রো হিরো ১০ ব্ল্যাকের তিনটি ব্যাটারি একসাথে চার্জ করা যাবে। এটি স্প্ল্যাশ প্রুফ। এর দাম ১৮০০ টাকা। কোনো কোনো ব্যবসায়ী দুটো ব্যাটারি ও চার্জিং হাব একত্রে কম্বো প্যাক করে বিক্রি করেন। এক্ষেত্রে দাম পড়তে পারে ৩৩০০ টাকার মতন।

 


গোপ্রো হিরো ৯ ও ১০ ব্ল্যাকের ব্যাটারি একই

প্রসঙ্গত, গোপ্রো হিরো ১০ এর ব্যাটারি ও চার্জিং হাব গোপ্রো ৯ ব্ল্যাকের জন্যও ব্যবহার করা যাবে। কোনো সমস্যা নেই। উভয় ক্যামেরার জিনিস একই।


গোপ্রো ব্র্যান্ডের ডুয়েল ব্যাটারি ও ডুয়েল ব্যাটারি চার্জিং হাবের কম্বো প্যাকেট। এটি হিরো ৯ ও ১০ ব্ল্যাকের।

গোপ্রো ৯ ব্ল্যাক ও ১০ ব্ল্যাকের জন্য গোপ্রো ব্র্যান্ডের ব্যাটারি-চার্জিং হাবও পাওয়া যাচ্ছে স্থানীয় বাজারে। উপরের ছবিটি-ই গোপ্রো ৯ ব্ল্যাক ও ১০ ব্ল্যাকের জন্য গোপ্রো ব্র্যান্ডের ব্যাটারি-চার্জিং হাব। একটি প্যাকেটে দুটো ব্যাটারি ও একটি ডুয়েল ব্যাটারি চার্জিং হাব থাকে। সবমিলিয়ে এর দাম পড়তে পারে ৬২০০ টাকার মতন।


ইন্সটা ৩৬০ ওয়ান আর এর বুস্টেড (বামে) ও সিঙ্গেল ব্যাটারি (ডানে)

ইনস্টা ৩৬০ ওয়ান আর এর একপিস ব্যাটারির দাম পড়ে ২৮০০ টাকা। এর ক্ষমতা ১১৯০ এমএএইচ। আর ইনস্টা ৩৬০ ওয়ান আর এর একপিস বুস্টেড ব্যাটারির দাম পড়ে সাড়ে চার হাজার টাকা। বুস্টেড ব্যাটারি ২৩৮০ এমএএইচ।


ইনস্টা ৩৬০ ওয়ান আর এর ডুয়েল ব্যাটারি চার্জার

ইনস্টা ৩৬০ ওয়ান আর এর ডুয়েল ব্যাটারি চার্জারের দাম পড়ে ৪৪০০ টাকা। এর সাথে ইনস্টার একটি চার্জিং এডাপ্টর ও ক্যাবল দেয়া হয়। এডাপ্টরটি ৯ভোল্ট, ২ এম্পিয়ারের।


ইনস্টা ৩৬০ ওয়ান এক্স টু এর ব্যাটারি

ইন্সটা ৩৬০ ওয়ান এক্স টু এর একপিস ব্যাটারির দাম পড়ে ৩৬০০ টাকার মতন। ১৪২০ এমএএইচ ক্ষমতা এর।


ইনস্টা ৩৬০ ওয়ান এক্স টু এর ব্যাটারির চার্জিং হাব


ইন্সটা ৩৬০ ওয়ান এক্স টু এর ফার্স্ট চাজিং হাবের দাম পড়তে পারে ৪২৫০ টাকা। এতে একসাথে তিনটি ব্যাটারি চার্জ দেয়া যায়।


**তথ্যগুলো নেটিভ টেকনোলজিসহ বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে নেয়া।


পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। শেয়ার করার মাধ্যমে ওয়েবসাইটকে সমর্থন করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ